হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের...
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার...
ছবি সংগৃহিত
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দালালচক্রের ৯ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া এ দণ্ডাদেশ দেন।
এর আগে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ও র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্যদের আটক করে।
সাজার আদেশপ্রাপ্তরা হলেন- অসিত দাস, রমিজ আলী, কামাল শাহ, আসাদুজ্জামান, মোহাম্মদ কাওসার, জিলু মিয়া, আব্দুল খালেক, সৌরভ রায় ও নিতু ঘোষ। তারা হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ, চুনারুঘাট ও সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া বলেন, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় নয়জনের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে সবাই অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন।
এসএ/সিলেট