রহস্যজনক কারণে রাধাগোবিন্দ জিউর আখড়ায়...
সিলেট নগরের জিন্দাবাজারে শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সভায় হামলাকারী রাহুল ও তার ভাই শান্তকে দ্রæত গ্রেপ্তারের দাবি ওঠেছে।...
ছবি সংগৃহিত
সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। শুক্রবার(৭ নভেম্বর) ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মহানগর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোঃ ওমর ফারুক, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আহমেদ এবং ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করে কয়েকজন কর্মী। তারা সরকারবিরোধী ব্যানার ও স্লোগানসহ মিছিল করে। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একই দিন কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (নং-১৭) দায়ের করা হয়।
এরপর পুলিশ অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ওমর ফারুককে গ্রেফতার করা হয়।
একই রাতে মোগলাবাজার থানার পুলিশ দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার সন্দিগ্ধ আসামি জয়নাল আহমেদকে আটক করে।
অন্যদিকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার আসামি আবু সুফিয়ানকে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া শনিবার সকালে নগরের পানিটুলা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার সন্দিগ্ধ আসামি আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত চারজনকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট