সিলেট -৫ আসনে দলীয় প্রার্থী দাবি জানালেন বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক
০৮/১১/২০২৫ ০১:৫৩:২৩
সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ আসনে বিএনপির দলীয় প্রার্থীর দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। শুক্রবার রাত ১০ টায় সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে বিএনপির উঠান বৈঠক এ দাবি জানানো হয়।
জকিগঞ্জ সদর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাত ১০ টায় স্থানীয় স্কুল মাঠে এ উঠান বৈঠক হয়।
এর আগে বাদ মাগরিব ৪ নং খলাছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পৃথক আরেকটি উঠান বৈঠক হয়। পৃথক এ দুই বৈঠকে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট -৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।
প্রধান অতিথির বক্তব্যে চাকসু মামুন বলেন, জনসেবাকে আমি এবাদত বলে মনেকরি। এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, নদী ভাঙ্গন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। জনগণের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, বিএনপি নেতা সুমন মিয়া, কিরন রায়, সুদীপ রায়, সুশীল বাবু, সারওয়ার লোকমান, জাকির হোসেন, ছাত্রদলনেতা আনোয়ার হোসেন, আব্দুল্লাহ, লিমন,আরমান, জাহেদ প্রমুখ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করবো সিলেট-৫ আসন বিএনপির ঘাঁটি, এমন চ্যালেঞ্জ ছুড়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ...
বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং গাছ-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৮ অক্টোবর) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদুৎ থাকবেনা।এদিন সকাল...
সিলেটের কোম্পানীগঞ্জের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সদসর্যা। হত্যাকান্ডের ১৪ বছর পলাতক থাকার পরও শেষ রক্ষা হলো না...
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জোট গঠন করবে না বলে জানিয়েছেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জোট গঠন না করলেও আমরা সমঝোতা করতে...