হবিগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার...
হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাধ্যমে পাচারের চেষ্টা চলা প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাধ্যমে পাচারের চেষ্টা চলা প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরণের প্রসাধনী রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চুনারুঘাটের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে বড় একটি চালান পাচার হচ্ছে। সংবাদ অনুযায়ী রোববার দিবাগত ভোর রাতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সাতছড়ি এলাকা থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।
পরবর্তীতে দুটি ট্রাকে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী এবং কাভার্ড ভ্যান থেকে ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, চোরাকারবারিরা এখন আগের তুলনায় অনেক বেশি স্মার্ট। তারা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে। আমরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।
এসএ/সিলেট