কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল...
মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল নোট, ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। আটক মোক্তাদির আলী ওরফে রিপন...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল নোট, ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯। আটক মোক্তাদির আলী ওরফে রিপন মৌলভীবাজারের কুলাউড়া থানার সম্মান এলাকার তৈয়ব আলীর ছেলে।
র্যাব জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন সম্মান এলাকায় জনৈক মোক্তাদিরের বাসায় বিপুল পরিমান দেশি-বিদেশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সদর কোম্পানি, সিলেট এর যৌথ আভিযানিক দল সোমবার রাত সাড়ে ১২টায় বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে মোক্তাদিরের বসত ঘরের ওয়ারড্রব থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্য মানের দেশী এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্য মানের বিদেশী নোটসহ সর্বমোট প্রায় ০১ কোটি টাকা মূল্যমানের দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করে। এছাড়াও উক্ত বাসা থেকে আসল সদৃশ ০৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল ০৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বিগত তিন মাস যাবত বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারনের কাছে বিক্রয় করে আসছে।
প্রথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করলেও বেশিরভাগ ক্ষেত্রে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ অনলাইনে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। এভাবে প্রতারণার মাধ্যমে সে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতো বলে স্বীকার করেছে।
তার দেওয়া তথ্য মতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট