শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন হতে ৩ টিকেট কালোবাজারি গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক টিকেটসহ তিন টিকিট কালোবাজারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের দক্ষিণ বড়চরের আব্দুল নূরের পুত্র মো. সোহেল মিয়া, বানিয়াচংয়ের নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার পুত্র মো. জলিল সরদার এবং শায়েস্তাগঞ্জের দাউদনগরের সাঈদ আলীর পুত্র এনাম মিয়া।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় অনলাইন ও অফলাইনে বিপুল পরিমাণ টিকিট সংগ্রহ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতো। পরবর্তীতে এসব টিকিট কয়েকগুণ বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করতো।

অভিযানে তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ট্রেন টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিটের মধ্যে সিলেট-ঢাকা রুটসহ দেশের বিভিন্ন রুটের পুরনো, বর্তমান ও আগাম টিকিট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রেলওয়ে টিকিট বিক্রিতে জালিয়াতি করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলছিল।

আটককৃতদের পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে আটককৃত ব্যক্তিদেরকে হাজির করলে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উক্ত আসামীদের প্রত্যেককে টিকিট কালোবাজারি করার অপরাধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং তাৎক্ষণিক প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। র‌্যাব জানিয়েছে, টিকিট কালোবাজারিসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট