শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন হতে ৩...
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক টিকেটসহ তিন টিকিট কালোবাজারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন...
ছবি সংগৃহিত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে পুকুরে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা সবাই উপজেলার রামগঙ্গা চা বাগান থেকে বিয়ে উপলক্ষে এ বাগানে এসেছিল। এ ঘটনায় বিয়েবাড়ির আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হয়।
এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিন শিশুর এমন মৃত্যু মানুষ মেনে নিতে পারছেন না।
মৃত উপজেলার রামগঙ্গা চা বাগানের সাজিদ আলীর মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শামীমা আক্তার, সাজিদ আলীর ভাই মজিদ আলীর মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী সানিয়া আক্তার ও অপর ভাই সেলিম আলীর মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মুসকানা আক্তার।
স্থানীয়রা জানান, উপজেলার রামগঙ্গা চা বাগানের সাজিদ আলী তার পরিবার নিয়ে বিয়ে উপলক্ষে সোমবার রাতে চান্দপুর চা বাগানের আলমের বাড়িতে আসে। মঙ্গলবার ছিল বিয়ের দিন। দুপুর ১২টায় সামিমা আক্তার, সানিয়া আক্তার ও মুসকানা আক্তার চান্দপুর বাগানের পুকুরে গোসল করতে যায়। পুকুরে খেলা করার সময় পানিতে ডুবে তারা মারা যায়। তারা কেউ সাঁতার জানত না।
স্থানীয়রা প্রথমে সানিয়াকে ভাসমান অবস্থায় পেলেও অপর দুজনকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরের দক্ষিণ প্রান্তে পানির নিচে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেমা হক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুরা মারা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। বিস্তারিত তদন্ত চলছে।
এসএ/সিলেট