কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলন : মোবাইল কোর্টে ২ লাখ টাকা জরিমানা

post-title

ফাইল ছবি

মৌলভীবাজার জেলার কুলাউড়ার কোটারকোনা ব্রিজের ১ কিলোমিটার ভিতরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে সম্বু কুমার এই ২ লাখ টাকা পরিশোধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কেউ নিয়ম লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট