পাথর কান্ডের পর এবার দোয়ারাবাজারে...
সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ):: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর এবার সুনামগঞ্জের দোয়ারাবাজারে চলছে বালু লুট...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- ইসরাত (৭) ও লিয়াকত আলী (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে নতুন নববধূ দেখতে একটি যাত্রীবাহী নৌকা মহেষপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধারাম হাওরে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা সাতজনের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও ইসরাত ও লিয়াকত আলী নিখোঁজ হন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ধারাম হাওরে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজ ব্যক্তি উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসএ/সিলেট