সুনামগঞ্জ হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ২

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- ইসরাত (৭) ও লিয়াকত আলী (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে নতুন নববধূ দেখতে একটি যাত্রীবাহী নৌকা মহেষপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধারাম হাওরে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা সাতজনের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও ইসরাত ও লিয়াকত আলী নিখোঁজ হন। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ধারাম হাওরে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চলছে।

নিখোঁজ ব্যক্তি উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএ/সিলেট