সুনামগঞ্জে রোশনা হত্যা: ছেলের...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনের ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকালে...
প্রথমদিনের অভিযানে গ্রেফতার ১২ আসামী
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের ছাতক থানার ওসি (অফিসার ইনচার্জ) হিসেবে যোগ দিয়েছেন ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান। গত সোমবার তিনি এ থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ছাতক থানার বিদায়ী ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে তিনি ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ওসি এবং সিলেটের ওসি ডিবি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, দক্ষিণ সুরমা ও সালুটিকর পুলিশ ফাঁড়ি ছাড়াও সিটি এসবি ও জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, দায়িত্ব গ্রহণের প্রথমদিনে তার নির্দেশনায় থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১২ জন আসামীকে গ্রেফতার করেছে।
এর মধ্যে এজাহারনামীয় ৪ জন ও ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামী রয়েছে। এদিকে, গত মঙ্গলবার তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলামের সাথে সাক্ষাত করেন। এ সময় ইউএনও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসএ/সিলেট