সুনামগঞ্জে রোশনা হত্যা: ছেলের...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনের ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকালে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জে ২৭২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি অভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মথুরকান্দি বাজারে এই অভিযান চালায়।
র্যাব জানায়, মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউপি’র উত্তর কাপনা এলাকায় পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
খবর পেয়ে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের ফেলে যাওয়া ৩টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৭২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এসএ/সিলেট