নবীগঞ্জে ব্রিজের নিচে পাওয়া গেল যুবকের লাশ

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রিজের নিচে পানিতে ভেসে উঠেছে এক যুবকের লাশ। শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মো. জাবেদ মিয়া (২৮) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. আতিক মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবেদের মোবাইলে একটি কল আসে। এরপরই তিনি ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

শুক্রবার সকালে স্থানীয়রা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রিজের নিচে একটি লাশ পানিতে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, বেলা ১২টায় ৯৯৯ লাইনে কল আসে বনগাঁও গ্রামের বিজ্রের নিছে একটি লাশ পরে আছে। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

এসএ/সিলেট