নবীগঞ্জে বিশেষ অভিযান গাজাঁসহ ২ মাদককারবারী আটক

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে গাজা ও সেবনের সরঞ্জাদাধীসহ ২ জন মাদককারবারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত ১১ টা থেকে বুধবার (২০ আগষ্ট) সকাল পর্যন্ত বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে একদল সেনাদল গোপন সংবাদের ভিত্তিতে বুরহান উদ্দিন শেখ ও মোশাহিদ উদ্দিন মশন নামের দু’ মাদককারবারীকে আটক করেছেন।

জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বুরহান উদ্দিন শেখ ও একই ইউনিয়নের মহাসড়কের পার্শ্বে ভুমিহীন পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে মোশাহিদ উদ্দিন দীর্ঘদিন ধরে গাজাসহ মাদক সেবক ও বিক্রি করে আসছিল।

তারা একটি মাদকের সিন্ডিকেট তৈরী করে সিএনজি, অটোরিক্সা চালক, চানাচুর বিক্রেতা ও চায়ের দোকানীদের দিয়ে খুচরা ও পাইকারী মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার উঠতি বয়সের যুবকসহ মধ্য বয়সী যুবক, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও মাদকের ছুয়াঁয় ধংসের দিকে ধাবিত হচ্ছে। ফলে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর কাজী ফয়সল এর নেতৃত্বে একদল সেনা সদস্য অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে গাজা ব্যবসায়ী বুরহান উদ্দিন শেখ ও মোশাহিদ উদ্দিনকে আটক করেন।

এ সময় তাদের কবল থেকে ৯শ গ্রাম গাঁজা, ১৫টি কলকি ও বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকের সত্যতা স্বীকার করেছেন থানার ডিউটি অফিসার এএসআই হিল্লোল তালুকদার।

এসএ/সিলেট