বড়লেখায় লোডশেডিং বন্ধে ও ডিজিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় ঘন ঘন লোডশেডিং বন্ধে ও পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরের শহিদ মিনার প্রাঙ্গণে ‘বড়লেখা উপজেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, আয়োজক শরীফ উদ্দিন ইমন, স্বপন আহমেদ খান, ফাহাদ আহমেদ, কামরান আহমেদ, রুবেল আহমেদ, আব্দুল ওদুদ, কাওসার আহমেদ ও ব্যবসায়ী মুমিন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে বড়লেখায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা অবিলম্বে লোডশেডিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ডিজিএম খায়রুল বাকিকে অপসারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। অন্যথায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকি  গণমাধ্যমকে বলেন, লোডশেডিংয় শুধু বড়লেখায় নয়, দেশের বিভিন্ন স্থানেও হচ্ছে।

আর বড়লেখা ও জুড়ী উপজেলার প্রায় ৮৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ২৫ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ১৪ থেকে ১৫ মেগাওয়াট। যার কারণে লোডশেডিং হচ্ছে।

এসএ/সিলেট