জুলাই শহীদদের স্মরণে “রেইজ ফর জাস্টিস” ম্যারাথন ১ আগস্ট

post-title

ছবি সংগৃহিত

জুলাই শহীদদের স্মরণে “রেইজ ফর জাস্টিস” নামক প্রতীকী ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছি। দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট (শুক্রবার)। এই আয়োজনে থাকছে— হাফ ম্যারাথন (২১.১ কিমি) ১০ কিমি দৌড়, ৫ কিমি দৌড়। 

এ আয়োজন শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়—বরং ন্যায়, সাহস ও গণতন্ত্রের পক্ষে উচ্চকণ্ঠ হয়ে ওঠার একটি প্রতীকী যাত্রা।

সাস্ট এর ভয়েস ফর জাস্টিস সভাপতি মো. মমিনুর রশিদ শুভ জানান, এ উদ্যোগ সফল করতে সকলের মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তিনি এ প্রয়াসকে আরও অর্থবহ করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।


এসএ/সিলেট