আওয়ামী অপশাসন দেশের শিক্ষা...
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন,...
৩২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা
ছবি সংগৃহিত
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম কয়েস লোদী বলেছেন, দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়নের বিকল্প নেই। এই ৩১ দফাতেই দেশের জনগণের সকল সমস্যার সমাধান উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই আমাদের সকলের দায়িত্ব হলো- এই বার্তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে যে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখাবে। তবে একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (২০ জুলাই) সকালে সিসিকের ৩২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামোর ৩১ দফা কর্মসূচী সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কল্যাণপুর/পূর্ব শাপলাবাগ এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক পিয়ার উদ্দীন এর সভাপতিত্বে ও শাজিরুল ইসলাম গৌছ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন ৩২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম, ৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী মুহিবুর রহমান, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলহাজ¦ মকসুদ আলী, ২৪ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রহিম মল্লিক, ২১ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আলমগীর আহমদ, ৩২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য বশির আহমদ, হাবিবুর রহমান হাবিব, মো. জিয়াউর রহমান সুমন, মির্জা জাহেদ, হেলাল আহমদ, ইমরান আহমদ ইমু, পাড়া কমিটির নুরুল আহমদ বাবলু, সামসুজ্জামান তছলিম, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক মাসুম, যুগ্ম আহবায়খ নাজির জায়গীরদার, সদস্য তারেক আহমদ, মহানগর যুবদলের সদস্য হারুন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুনিম আহমদ লস্কর, সহ সাধারণ সম্পাদক রউফুজ্জামান কায়সার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ যোগাযোগ সম্পাদক কয়েছ আহমদ সাগর, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মহীনুল হক স্বাধীন, সিলেট মহানগর জাসাস নেতা জাবেদ কাদির, ইউকে বিএনপি নেতা লিয়াকত খান, জেলা বিএনপি নেতা সিরাজ আহমদ, ৩২নং ওয়ার্ড পাড়া কমিটির সহ সভাপতি রফিক আহমদ, ২২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, আরাফাত রহমান কোকো সংসদের যুগ্ম আহাবয়ক আলী নেওয়াজ খান তুহিন, বিএনপি নেতা ইকরামুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম মানিক, মো. তাজুর রহমান আলী প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট