গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে জৈন্তাপুরে বিক্ষোভ মিছিল

post-title

ছবি সংগৃহীত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আয়োজনে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই)   বিকালে জৈন্তাপুর সদরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র সদস্য ফয়সল আহমদ মাসুম'র পরিচালনায় ও প্রধান সমন্বয়কারী নজরুল ইসলামের সভাপতিত্বে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের  সামনে থেকে একটি  মিছিল বের করে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে  ষ্টোশন বাজারের ত্রিমুখি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

মিছিল শেষে ত্রিমুখি পয়েন্টে এক প্রতিবাদা সভা অনুষ্ঠিত হয় ।  এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সিলেট  জেলার সদস্য  সামছুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াজিদ সুহেব,  তোফায়েল আহমদ, প্রণব দাস, মাও: সাইফুল ইসলাম আলম প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ইলিয়াস আলী,  জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য কামরুল হাসান, মাসুম আহমদ, সাইফুর রহমান,  মো: এমাদ,  নুরুল আলম (তামিম), জুয়েল আহমেদ বাবু, ডালিম আহমেদ, জুয়েল আহমেদ প্রমুখ।

এসময় আওয়ামীলীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে অবিলম্বে তাদের নেতাকর্মীদের গ্রেফতারের আহ্বান জানান।

এসএ/সিলেট