মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

post-title

ছবি সংগৃহীত

২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ পালন করেছে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

বুধবার দিবসটি পালন উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে জুলাই শহীদ ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলাই ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মাওলানা ইসমাঈল হোসেন।

এই দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট