শহীদ জিয়া ও তারেক...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও...
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রামে বৃহস্পতিবার (১৭ জুলাই) “জলবায়ু সংবেদনশীল মডেল গ্রাম” কার্যক্রমের আওতায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় FIVDB-WLCR প্রকল্পের উদ্যোগে উওম অনুশীলন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনগণের অভিযোজন দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস ও উপসহকারী কৃষি কর্মকর্তা আশিষ দাস।
এছাড়াও FIVDB-WLCR প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাকির হোসেন, জেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মজিবুর রহমান, ইউনিয়ন মোভিলাইজার বিনয় ভূষণ চৌধুরী এবং প্রোগ্রাম মনিটর ইয়াছমিন খানম। মনোহরপুর WLCR উঠান বৈঠকের ৩০ জন সদস্যসহ এলাকার নারীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রকল্প সমন্বয়কারী জাকির হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর আলোচনায় অতিথিবৃন্দ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়, বিশেষ করে বজ্রপাত প্রতিরোধে সচেতনতা, কৃষিতে টেকসই প্রযুক্তির প্রয়োগ এবং আঙিনায় সবজি চাষের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু সহনশীল সমাজ গঠনে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুস শাহিদ তার বক্তব্যে গবাদিপশুর জন্য আধুনিক খাদ্য সংরক্ষণ পদ্ধতি ‘সাইলেজ’-এর গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “সাইলেজ একটি কার্যকর প্রযুক্তি, যা শুষ্ক মৌসুমে পশুখাদ্যের ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও জানান, হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান ও সঠিক পরিচর্যার প্রয়োজনীয়তা অপরিহার্য। আলোচনা শেষে অতিথিরা স্থানীয়দের দ্বারা বাস্তবায়িত উওম অনুশীলনের স্টল পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগ ও বাস্তবভিত্তিক প্রয়োগের প্রশংসা করেন।
এসএ/সিলেট