রোটারি ক্লাব অব সিলেট নর্থের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

রোটারি ক্লাব অব সিলেট নর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টায় সিলেট নগরীর আখালিয়া এলাকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন)  রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

রোটারি ক্লাব অব সিলেট নর্থের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এসব কমূসূচি পালনের পাশাপাশি রোটারি পাবলিক ইমেজ নিয়েও ক্লাবগুলোকে কাজ করতে হবে। যাতে করে সকলেই রোটারি কার্যকলাপ সম্পর্কে অবহিত থাকেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সিলেট নর্থের সভাপতি রোটারিয়ান তুহিন আহমদ। তিনি বলেন, সবুজ ও পরিচ্ছন্ন সিলেট গড়তে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। রোটারি ক্লাব অব সিলেট নর্থ পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নিয়মিত বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। আজকের এই কর্মসূচি তারই অংশ। আমাদের লক্ষ্য—সবুজে ঘেরা, বাসযোগ্য একটি সিলেট বিনির্মাণ।

সিলেটের বৃক্ষমানবক্ষ্যাত শাহ সিকান্দার এর সহযোগিতায় বৃক্ষরোপন অনুষ্ঠানে ক্লাব সেক্রেটারি রোটারিরয়ান প্রকৌশলী জীবন আলম হাওলাদার, আইপিপি প্রকৌশলী পনির আলম হাওলাদার, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী ওমর ফারুক ও ক্লাব সদস্য মো. সুমন আহমদ উপস্থিত ছিলেন।  রোটারিয়ানরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু সামনের ডিভাইডারে প্রথম অবস্থায় ২৫টি দেবদারু গাছ রোপন করেন। পর্যায়ক্রমে বাকি ডিভাইডারগুলোতেও বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি



এসএ/সিলেট