শ্রীমঙ্গল পৌরসভার ৫৫ কোটি ৫৭ লাখ টাকার বাজেট ঘোষনা

post-title

ছবি সংগৃহীত

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১ টায় পৌরসভা অডিটরিয়ামে এ বাজেট ঘোষনা করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন তার বক্তব্যে ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেন। এতে উন্নয়ন খাতে ব্যয় ৩১ কোটি ৯ লাখ টাকা, সংস্থাপন ব্যয় ৮ কোটি ১০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যয় ২ কোটি ১২ লাখ টাকা, পানি সরবরাহ ব্যয় ২ কোটি ৯২ লাখ টাকা, ডেঙ্গু, করোনা ভাইরাস, নালা-নর্দমা পরিস্কার-পরিচ্ছন্য খাতে ১ কোটি ৯৭ লাখ  টাকা ব্যয় ধরা হয়েছে।

বাজেটে আয় ধরা হয়েছে উন্নয়ন খাতে আয় ৩১ কোটি ৯ লাখ, রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা।

এছাড়াও শিক্ষা, বৃক্ষরোপন, সড়কবাতি, জরুরি ত্রাণ, খেলাধুলা ও সংস্কৃতি ব্যয়, যানজট নিরসন স্যানিটেশন ও নারী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথীয়া তাসমিন, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরি প্রমুখ।

এছাড়াও বাজেটে অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট