গোয়াইনঘাটে বালু লুটে বাঁধা দেয়ায় জমির মালিককে কুপিয়ে আহত

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নে ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক বালু লুটপাটে বাঁধা দেয়ার ঘটনায় একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুষ্কৃতকারীরা।

দুষ্কৃতকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমী আব্বাস উদ্দীন'র অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলায় আহত আব্বাস উদ্দিন'র মাথায় এবং হাতের দুটি আঙ্গুল মারাত্মক জখম হয়েছে। আহত আববাস উদ্দিন উপজেলার হাদারপার গ্রামের মৃত আঃ নুরের ছেলে।

জানা যায়, গত রবিবার দিবাগত রাত ১১টায় গোরাগ্রাম হাইস্কুলের অদূরে পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। তপশীল বর্ণিত ভূমি জেলা- সিলেট, থানা-গোয়াইনঘাট, মৌজা- গোরাগ্রাম, জে.এল নং- ২৩, খতিয়ান নং- ২১৬, দাগ নং- ১৯৬, এরিয়া- ০৫ বিঘা। জমির সীমানা হতে উত্তর পাড়ের সীমানা পর্যন্ত প্রন্থ ২০০ ফুট প্রশস্ত  ভূমি ভিকটিম আব্বাস উদ্দিনের নিকটাত্মীয় মোঃ মুহিবুর রহমান ও মোঃ আখলাকুল আম্বিয়া চুক্তিপত্রানুসারে ০৫ বিঘা ভূমি ১৫,০০,০০০/-(পনেরো লক্ষ) টাকার বিনিময়ে ক্রয় করেন।

উক্ত বালু শ্রেনীর ভূমি মুহিবুর রহমানের নিযুক্ত তত্বাবধায়ক ম্যানেজার হিসেবে উক্ত ভূমির সংরক্ষিত বালু সমূহ দেখাশোনা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করাসহ উত্তোলিত বালু বিক্রয় করিয়া আসতেছিলেন। এমতাবস্থায় মামলায় বর্ণিত বিবাদীগণ পশ্চিম জাফলং ইউনিয়নের দেরিখাই বাগাবন্দ গ্রামের মনির উদ্দিনের ছেলে সামছুদ্দিন, আলা উদ্দিন, রহিম উদ্দিন, সমির উদ্দিন, আমির উদ্দিন, আঃ আজিজের ছেলে মনির উদ্দিন, উসমান আলী, উসমান আলীর ছেলে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুস সাত্তার গংসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ক্রয়কৃত বর্ণিত ভূমি জোরপূর্বক দখল করে বালু লুটপাটের চেষ্টা করে। বিষয়টি আচ করতে পেরে ভিকটিম আববাস এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভূমির মালিকদেরকে অবহিত করলেও উক্ত ভূমির বিষয়ে কোন সমাধান হয় নাই। এরই ধারাবাহিকতায় গত ৬ জুলা  রাত্র সাড়ে ১১টায় বিবাদীগন জোরপূর্বক বালু উত্তোলন করার সময় দলবদ্ধ লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আব্বাস উদ্দীনকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর আহত আব্বাস উদ্দিনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্বাস উদ্দিন সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাদীর দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং ১৪/২৫ এর ভিত্তিতে ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও গোয়াইনঘাট থানা পুলিশ এ হামলায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারের কোন তৎপরতা নেই বলে জানান বাদী আব্বাস উদ্দীন। 

এ বিষয়ে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। মামলা দায়ের হয়েছে জড়িত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।



এসএ/সিলেট