রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
নগরীতে অটোরিকশাচালক সুহেল আহমদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত শেখ আল মামুন রাজু ওরফে এসকে রাজু হবিগঞ্জের বানিয়াচং থানার মিয়াখানী শেখেরবাড়ি গ্রামের শেখ ফেরদৌস এর ছেলে। বর্তমানে সে মহানগরীর শাহপরাণ থানার মেজরটিলা ডি ব্লকের ৩২নং বাসার প্যারাগন টাওয়ারের বাসিন্দা।
কোতোয়ালী থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজার মহাজনপট্টির জননী সাজঘরের সামনা থেকে তাকে গ্রেফতার করে।
রাজু নগরীর রায়নগর এলাকার আলোচিত অটোরিকশা চালক সোহেল হত্যা মামলার ১নং আসামী। এছাড়াও তার বিরুদ্ধে দস্যুতাসহ হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইন, পুলিশ এসল্ট , অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। তাকে আদালতের সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।
এসএ/সিলেট