হবিগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণ : আটক ১, ভিকটিম উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের ঘটনায় র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) হবিগঞ্জের লস্কপুর এলাকা থেকে জাকারিয়া আহমদকে গ্রেফতার করেছে।

সে হবিগঞ্জ বাহুবল থানার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। কিশোরীকে অপহরণের ঘটনায় বাহুবল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন কিশোরী পরিবার থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাসিন্দা এবং ১০ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম স্কুলে আসা যাওয়ার পথে বিবাদী ভিকটিমকে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করত।

পরবর্তীতে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে বিবাদী ভিকটিমকে অপহরনের পরিকল্পনা করে। গত ২২ সেপ্টেম্বর বিকালে ভিকটিম স্কুল শেষে বাড়িতে যাওয়ার জন্য পায়ে হেঁটে সিএনজি ষ্টেশনে যাওয়ার পথে বাহুবল থানাধীন হামিদনগর রাস্তার মুখে পৌঁছামাত্রই পূর্ব হতে ওঁৎপেতে থাকা ১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরন করে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এসএ/সিলেট