হবিগঞ্জ সীমান্তে ৭৪ লাখ টাকার...
হবিগঞ্জ (৫৫) বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পৃথকঅভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ ১ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় জিরা, কসমেটিকস এবং ঔষধ জব্দ...
ছবি সংগৃহিত
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর থেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এরশাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে দেখা যায়, ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের প্রতিদিন ১৭০ গ্রাম মাংস বরাদ্দ থাকার কথা থাকলেও বাস্তবে দু’বেলা মিলিয়ে দেয়া হচ্ছে মাত্র ৭০ গ্রাম। অথচ দরপত্র অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে ২৯৭ টাকা।
পরে হাসপাতালের ওষুধ মজুত ও রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়, ওষুধের রেজিস্টার হালনাগাদ করা হয়নি। হাসপাতালের যন্ত্রপাতি সক্রিয় থাকলেও রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিক থেকে করানোর প্রমাণ পান তারা। এছাড়া বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেশ কয়েকজন চিকিৎসককে দায়িত্বে অনুপস্থিত পায় দুদক।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক এরশাদ আলী গণমাধ্যমকে জানান, অভিযানে পাওয়া অনিয়মের বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এসএ/সিলেট