কানাইঘাটে চাকসু মামুন

বিএনপির দুর্গ রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে

post-title

সংগৃহীত

বিএনপির দুর্গ রক্ষা করতে দলীয় প্রার্থী দেওয়ার আহবান  জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জকিগঞ্জ - কানাইঘাটে বিএনপি সুসংগঠিত ও শক্তিশালী। এ অঞ্চলের মানুষ মুখিয়ে আছে  বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।


শনিবার বাদ মাগরিব কানাইঘাট ১নং ইউনিয়নের  কাড়াবাল্লা সুরমা বাজারে  স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। 
চাকসু মামুন আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ আসনে বিএনপি দলীয় প্রার্থী দিতে হবে । এ আসন হলো বিএনপির দুর্গ। গত ফ্যাসিস্ট সরকারের সময়ে এ অঞ্চলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছিল। শত নির্যাতনেও একটা কর্মী দল ছেড়ে যায়নি। এ অঞ্চলের মানুষের ত্যাগের শেষ নেই। জকিগঞ্জ - কানাইঘাটের খেটে খাওয়া  মানুষ  বিএনপিকে বুকে ধারণ করে। 
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারী মাসে  সংসদ নির্বাচন ঘোষণা করেছে। এরপর থেকেই একটি মহলের ঘুম হারাম হয়ে গেছে। তারা নির্বাচন বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
স্থানীয় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম ময়না মিয়ার সভাপতিত্বে  ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম,  উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাঙালি, ছাত্র বিষয়ক সম্পাদক রহুল আমিন, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রব, জিএম কামাল, আব্দুল্লাহ চৌধুরী, আবুল কালাম, ওহিদুর রহমান,শাহ জামাল,  কানাইঘাট উপজেলা যুবদলনেতা রায়হান উদ্দিন, কয়েস আহমেদ কাওছার খান,  ছাত্রদল নেতা জাকির হোসেন বড়ভূইয়া,নাহিদুল ইসলাম তানিম, তৌফিক কালাম তুহিন,রুহিন, মাহফুজ, কামিল, জাহেদ,  তানজিম, শাহেদ, তামিম, খালেদ, আবিদ, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল আলীম, জয়নাল, কওছর,আদই, হারুনুর রশিদ হারুন, আব্দুল কাইয়ুম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক