কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই...
মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার জন্য...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়ার উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) ছয় মাস আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক হয়েছিলেন।
পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হলেও, তারা বিএসএফ ক্যাম্পে আড়াই ভরি স্বর্ণালংকারসহ একটি ব্যাগ ফেলে আসেন। অবশেষে দীর্ঘ ছয় মাস পর সেই ব্যাগটি স্বর্ণসহ ফেরত পেয়েছেন তারা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিষ্ণুপদ ও মাধবী দম্পতি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরদিন পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। তবে ভারতের ক্যাম্পে অবস্থানকালে তারা একটি ব্যাগ ফেলে আসেন, যাতে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার ছিল।
ঘটনাটি পরবর্তীতে বিএসএফ বিজিবিকে অবহিত করলে যোগাযোগের মাধ্যমে ব্যাগটির মালিকানা নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিজিবি-৫২ ব্যাটালিয়নের উপস্থিতিতে বিএসএফ ব্যাগটি মালিকদের হাতে তুলে দেয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিএসএফের পক্ষ থেকে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয়েছে।’
এসএ/সিলেট