শ্রীমঙ্গলে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুই অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার.ও নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সোমবার (৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে সোমবার রাত সোয়া ৯টার  দিকে শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকায় এসআই  আনিছুর রহমানসহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় শাহীবাগ গ্রামের মো. ছলিম মিয়ার স্ত্রী পারুল বেগম টুনিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, দ্বিতীয় অভিযানে সোমবার দিবাগত  রাত সাড়ে ১২টার দিকে এসআই অলক বিহারী গুণসহ পুলিশের অপর একটি টিম নিয়ে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকার হোটেল বিরতির তৃতীয় তলার ৯ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন।

সেখানে অবস্থানরত তমিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দুই অভিযানে মোট ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে মাদক নির্মূলে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”



এসএ/সিলেট