নগরীতে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী...
সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। শুক্রবার(৭ নভেম্বর) ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর শহরের বিভিন্ন এলাকায়...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মো. হারুন অর রশিদ (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জৈন্তাপুর উপজেলার কলাগ্রামের আব্দুল সামাদের পুত্র।
জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) রাত ৯ টার দিকে মো. হারুন অর রশিদ দরবস্ত বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হিসেবে্ উঠেন। অটোরিকশার সামনের ডান পাশের সিটে বসে তিনি হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে জৈন্তাপুর থানার পাখিটেকি এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত অটোরিকশা থেকে তিনি পড়ে যান। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট