সিলেটে বিএসটিআই কর্তৃক বিশ্ব মান দিবস পালিত

খাদ্য পণ্যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার রোধকল্পে জনসচেতনতার পাশাপাশি যথাযথ আইন প্রয়োগ করুন: বিভাগীয় কমিশনার

post-title

ছবি সংগৃহিত

‘বিশ্ব মান দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই, সিলেট এর যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।  বিশেষ অতিথি  ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী-পিপিএম।  সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার  জেলা প্রশাসক মো সারওয়ার আলম।

দিবসটির প্রতিপাদ্য বিষয় `Shared vision for a better world’ অর্থাৎ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান' এর উপর মূল প্রবন্ধে ড. মো. মনির হোসাইন, সহযোগি অধ্যাপক, শাবিপ্রবি প্রণীত মান ও এর বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিকতা  ও দৃষ্টিভঙ্গি  পরিবর্তন এর মাধ্যমে সীমিত সম্পদ ব্যবহার করে প্রত্যাশিত মানবিক সমাজ তৈরী করতে হবে।

প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী তাঁর বক্তব্যে উৎপাদন খাতকে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে অভিহিত করেন এবং মান সম্পন্ন পণ্য উৎপাদন করে দেশে-বিদেশে ভাবমূর্তি উজ্জল করে প্রজন্মের চাহিদা “নিরাপদ বাংলাদেশ, বাংলাদেশ সকলের জন্য” পূরণের অভিপ্রায় ব্যক্ত করেন। খাদ্য পণ্যে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার রোধকল্পে জনসচেতনতার পাশাপাশি যথাযথ আইন প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। জেন-জি এবং জেন-আলফা এর চাহিদা পূরণে বাংলাদেশ মানকে যুগোপযোগি, পরীক্ষণ পদ্ধতির আ্যাক্রিডিটেশন, ভেলিডেশন ও পরীক্ষণে ব্যবহ্নত যন্ত্রপাতির ক্যালিব্রেশন নিশ্চিত করার জন্য বিএসটিআই কে নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম বলেন, বিএসটিআই ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ ছাড়া গুণগত মান বজায় রাখা সম্ভব নয়। বিএসটিআই প্রদত্ত হালাল সার্টিফিকেট এর গ্রহণযোগ্যতা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো.সারওয়ার আলম জনমানুষের প্রত্যাশা তুলে ধরে বলেন, খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারী দপ্তরের সমন্বয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে সকলকে সতর্ক করা হবে। অত:পর আইন অমান্যকারীদের কঠোর সাজার আওতায় আনা হবে।

উল্লেখ্য স্বাগত বক্তব্যে বিএসটিআই, সিলেট এর অফিস প্রধান মো. মাজাহারুল হক বলেন, এই অফিসে সর্বাধুনিক মানের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব সংযুক্ত করায় প্রায় শতভাগ পণ্যের পূর্ণাঙ্গ পরীক্ষণ সুবিধা সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে ফুলকলি ফুড প্রোডাক্টস লি., প্রাণ ফুডস লি. এর প্রতিনিধি বক্তব্য রাখেন।



এসএ/সিলেট