কোম্পানীগঞ্জে উদ্ধার হওয়া বিপুল...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থানা...
ছবি সংগৃহিত
সিলেটে পৃথক অভিযানে ৬১ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা ও সাহেবেরবাজার-ধোপাগুলে অভিযান চালিয়ে এ দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলো-নগরীর বাদামবাগিচা উদয়ন ১৭/১ নম্বর বাসার মৃত এমরান আহমেদ শাহীনের ছেলে আবদুল আহাদ রনি ও ধোপাগুল গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সোহেল মিয়া।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাদামবাগিচা বেস্কিমকো গলির ভেতর থেকে ২০ পিস ইয়াবাসহ আবদুল আহাদ রনিকে আটক করা হয়।
অপরদিকে, রাত ৮টা ২০ মিনিটের দিকে সাহেবেরবাজার-ধোপাগুল সড়কের সৈয়দ মার্কেটের সামনে থেকে সোহেল মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪১ পিস ইয়াবা। আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএ/সিলেট