জাতীয় সনদ ঘোষণা ছাড়া সংকটের সমাধান নেই

ছাতকে খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল,

post-title

ছবি মোঃ তাজিদুল ইসলাম

খেলাফত মজলিসের ৬ দফা দাবির পক্ষে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে বিশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান স'ড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, “অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও তার আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৬ দফা বাস্তবায়ন ছাড়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।”

খেলাফত মজলিসের ৬ দফা দাবি, জুলাই জাতীয় সনদ ঘোষণা ও আইনী ভিত্তি প্রদান।  সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন। আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা। আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা। সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ।

ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান।

প্রধান বক্তা ছিলেন ছাতক-দোয়ারা আসনের এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট ফজর আলী, জেলা সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, দোয়ারাবাজার সভাপতি মাওলানা মইনুল হক, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি দিন মুহাম্মদ, মাওলানা এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক কে.এম সোলাইমান আহমদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, প্রিন্সিপাল মঞ্জুরুল ইসলাম চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আছাদ আহমদ, দোয়ারা সাধারণ সম্পাদক জাকির হোসেন সাঈদ, জামালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন সুজন, ছাতক উপজেলা সহ-সভাপতি ক্বারী সালেহ আহমদ, প্রিন্সিপাল হাফিজ আব্দুল হাই, হাফিজ আজিজুল হক, ইয়াহিয়া খান মাহবুব, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুন, সাবেক ছাত্রনেতা হাফিজ আব্দুল হক, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে.এম মুশাহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ তহুর আহমদ নোমান, উপজেলা যুব মজলিস সভাপতি মাওলানা বিলাল আহমদ, পৌর সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, হাফিজ আমির হোসেন সহ আরও প্রমূখ। 

বক্তারা বলেন, “৬ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি, ন্যায় ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত থাকবে।”

এসএ/সিলেট