হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন...
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন বলে জানিয়েছেন...
ছবি সংগৃহীত
দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এম এ মালিক। তিনি সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশে ফিরবেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রেস উইংয়ের আশিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরবর্তীতে গত ৩ আগস্ট যুক্তরাজ্য বিএনপির সভাপতি বাংলাদেশ থেকে লন্ডন যান।
প্রায় দুই মাস যুক্তরাজ্যে অবস্থানকালে এম এ মালিক যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালির বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় অনুষ্ঠিত অর্ধশতাধিক দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এই সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একাধিক অনুষ্ঠানে এম এ মালিককে দেখা যায়।
উল্লেখ্য, গত আওয়ামী ফ্যাসিবাদের সময় ইউরোপজুড়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে অসংখ্য প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিয়ে মালিক রাজনৈতিক অঙ্গনে বিশেষ পরিচিতি পান।
এসএ/সিলেট