হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন...
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন বলে জানিয়েছেন...
কালারুকা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন
ছবি মোঃ তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সম্মেলন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মানিকের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাজান আব্দুল্লাহ চৌধুরী, সাবেক মেম্বার আরশ আলী, মানিক মিয়া, সাবেক মেম্বার সালেহ আহমদ, মো. শফিক আহমদ, মিজানুর রহমান আমরু, উকিল আলী ও মখবুল আলী।
এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক মেম্বার সফিক মিয়া, ইউনিয়ন যুবদল নেতা নবীর আহমদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইব্রাহিম আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি কাহার উদ্দিন আলেক, ইউনিয়ন বিএনপি নেতা শাহআলম সালিক মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল করিম, খায়রুল ইসলাম, হেলাল আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা হিরণ মিয়া, ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন, মো. মইনুদ্দিন ও কামাল পাশা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আক্তার হোসেন।
বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করা এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে ওয়ার্ড পর্যায়ে এসব সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
এসএ/সিলেট