আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল...
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা কর্মসূচি জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪...
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন
ছবি সংগৃহীত
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেছেন, স্বেচ্ছায় এই রক্তদানের কারণে অনেক মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষা পাবে।
তিনি শুক্রবার *১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩২ বঙ্গাব্দ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপ-কমিটির আহবায়ক ইমিগ্রেশন এডভাইজার নিরঞ্জন চন্দ্র চন্দ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ব্যাংকার অরুণ কুমার বিশ^াস ও আবৃত্তি শিল্পী সেঁজুতি পাল চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মৃগেন কুমার দাশ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, পরিষদের সভাপতি এ্যাপেক্সিয়ান জি.ডি. রুমু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, পরিষদের সহ সভাপতি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ^াস, সাধারণ সম্পাদক ব্যাংকার দীপক কুমার দাশ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য সচিব পীযুষ কান্তি পুরকায়স্থ।
মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেটের সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি সম্পন্ন হয়।
এসএ/সিলেট