স্টুডেন্ট এইড সাস্টের ফ্রি হেলথ ক্যাম্পে ব্যাপক সাড়া

post-title

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো ‘স্টুডেন্ট এইড সাস্ট’র উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে প্রথম দিনের মত ছেলেদের পাশাপাশি দ্বিতীয় দিনে মেয়েদের উপস্থিতি ব্যাপক সাড়া ফেলেছেন বলে জানিয়েছেন সংগঠনটি। এতে সিলেটের স্বনামধন্য ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছেন  শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান ভবনের নিচতলায় সকাল দশটায় শুরু হয় দ্বিতীয় দিনের সমাপনী কর্মসূচি।

এর আগে গতকাল বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পান ছেলে শিক্ষার্থীরা। ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন।

এতে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ ও ইবনে সিনা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম, যৌন, এলার্জি রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস ও বাত রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছেন ছেলে শিক্ষার্থীরা।

এছাড়াও নারী শিক্ষার্থীরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রসূতি বিশেষজ্ঞ সার্জন, ডেন্টাল সার্জন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা নেওয়ার সুযোগ পেয়েছেন।

দুই দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পে ছিল সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড প্রেসার নির্ণয়, সুগার (ডায়াবেটিস টেস্ট), বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন, মানসিক স্বাস্থ্য সচেতনতা সেবা এবং প্রাথমিক ঔষধ সরবরাহ।

স্বাস্থ্যসেবা নিতে আসা জিইই বিভাগের ফাতেমা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক সাধারণ শিক্ষার্থী রয়েছি যারা শহরে গিয়ে বা আর্থিক সমস্যার কারণে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ হয়না। ক্যাম্পাসে প্রথমবারের মতো এরকম একটা আয়োজনে আমরা সত্যিই আনন্দিত। আমরা চাই মাঝেমাঝেই যেন এরকম আয়োজন করা হয়।’

আরেক নারী শিক্ষার্থী ঊর্মিলা জাহান বলেন, ‘ছাত্র সংগঠনগুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া এবং প্রত্যাশা পূরণে কাজ করা। তারা যে কল্যাণমূলক কাজের আয়োজন করেছে তাতে আমরা উপকৃত হয়েছি।'

এ বিষয়ে স্টুডেন্ট এইড সাস্ট'র আহবায়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘দ্বিতীয় দিনে মেয়েদের স্বাস্থ্য ক্যাম্পে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।

আমাদের এই কর্মসূচি থেকে বোনরা সামান্য উপকৃত হলেও এটা আমাদের সার্থকতা। প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই সংগঠনটি শিক্ষাবৃত্তি, আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী আয়োজন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি যাতে করে শিক্ষার্থীরা ফ্রিতে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পান।’

স্বাস্থ্য ক্যাম্পে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনগুলো কাজ করবে এবং প্রশংসিত হবে এটাই আমরা প্রত্যাশা করি। এরকম কাজ আরো বেশি বেশি হওয়া দরকার।’

এসএ/সিলেট