আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল...
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা কর্মসূচি জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪...
সিলেট আইডিয়াল মাদরাসার আলিম নতুন বর্ষের ওরিয়েন্টেশন
ছবি সংগৃহিত
সিলেট আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের মেধাবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
বাংলাদেশ হচ্ছে অমিত সম্ভাবনার একটি দেশ। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের জাতির নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে হবে। কারণ আগামীর বাংলাদেশ হবে মেধার ও তারুণ্যের বাংলাদেশ।
তিনি বলেন, সিলেট আইডিয়াল মাদরাসা ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইসলাম ও জাতির খেদমতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। এই মাদরাসার শিক্ষার্থী শুধু বাংলাদেশ নয় বিশে^র বিভিন্ন দেশে যোগ্যতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। এর দ্বারা অব্যাহত রাখতে হবে।
তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেট আইডিয়াল মাদারাসার আলিম ২০২৫-২৬ সেশনের ওরিয়েন্টেশন ও সবকদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলাইমানের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মাদরাসার ডে শিফটের ইনচার্জ মো ফারুক মিয়া, শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, দেওয়ান সাইদুজ্জামান কুরেশী ও মাসুম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলিম ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
এসএ/সিলেট