মৌলভীবাজারের শ্রেষ্ঠ গুণী শিক্ষক...
মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলার করের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালেমা আক্তার। বিশ্ব শিক্ষক...
ছবি সংগৃহীত
মৌলভীবাজার জেলায় গ্রাম আদালতে গত ১ বছরে ১২৩৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। জেলার ১১১৯ জন ব্যক্তি গ্রাম আদালতে মামলা দায়ের করেন। এর মধ্যে নারী ৩৩০ জন এবং পুরুষ ৯০৯ জন।
বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় এ তথ্য উঠে আসে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয়করণে চেয়ারম্যান-মেম্বারদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে সভার শুরুতে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থামূহের ভূমিকা বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে’ সহায়তাকারী ইউএনডিপির প্রকল্প মূল্যায়নকারী শাহাদাত হোসেন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
উক্ত সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, জেলার সবগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট