জগন্নাথপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রাম থেকে সোমবার সকালে সামছুল আবেদীন (৩১) নামের এক ব্যক্তির  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে সামছুল আবেদীনের বোন ফাতেমা বেগম ঘরের দ্বি তলায় তার কক্ষে গিয়ে  নাস্তা দেয়। সকাল সাড়ে ১১ টার সময় তার মাতা সুরভী বেগম গিয়ে দেখেন গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে।

তাৎক্ষণিক তার মাতা চিৎকার দিলে পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত সামছুল আবেদীন মানসিক বিকারগ্রস্ত ও নেশাগ্রস্ত ছিল।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল করে। তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এসএ/সিলেট