সুনামগঞ্জে ব্যবসায়ী সেজে কোটি কোটি...
সুনামগঞ্জে ভূয়া ব্যবসায়ী সেজে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চাঞ্চল্যকর ঘটনার সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে র্যাব।র্যাবের...
মানবসেবায় অনন্য উদাহরণ — বিনামূল্যে চিকিৎসা, প্রেসক্রিপশন ও ওষুধ পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসী।
ছবি সংগৃহীত
মানবতার সেবাই সর্বোচ্চ ধর্ম—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০নং দোলার বাজার ইউনিয়নের পালপুর গ্রামে ইংল্যান্ডপ্রবাসী চিকিৎসক দম্পতির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পালপুর গ্রামের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ইংল্যান্ড থেকে আগত ডা. মঈন করিম ও ডা. নিফা করিম এর নেতৃত্বে একদল দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করেন। স্থানীয় সংগঠন ‘ইয়াং জেনারেশন’-এর সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে মেডিসিন ও শিশু বিভাগ মিলিয়ে দুই শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় ওষুধ পান। ক্যাম্পে উপস্থিত চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে তাৎক্ষণিক পরামর্শ প্রদান করেন। এছাড়া যেসব রোগীর জটিলতা চিহ্নিত হয়, তাদেরকে আগামী এক মাসের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহের আশ্বাস দেওয়া হয়।
ডা. মঈন ও ডা. নিফা করিম জানান, আমরা প্রবাসে থেকেও দেশের মাটিকে ভুলে যাইনি। গ্রামের মানুষের কষ্ট কাছ থেকে দেখেছি বলেই এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি। আমাদের লক্ষ্য—অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ পালপুরসহ আশপাশের গ্রামের মানুষের জন্য এক আশীর্বাদস্বরূপ। গ্রামের সমাজসেবক ও তরুণদের অনেকেই বলেন, সুদূর প্রবাস থেকে এসে গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সত্যিই অনুকরণীয় উদ্যোগ। এতে শুধু চিকিৎসা নয়, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
দিনব্যাপী চিকিৎসা সেবার পুরো আয়োজনজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই গ্রামজুড়ে রোগী ও অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ ও শিশু—সব বয়সী মানুষ এ ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন।
দিনশেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে প্রত্যন্ত গ্রামের মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারে ঘরের কাছেই।
পালপুর গ্রামের পক্ষ থেকে ডা. মঈন দম্পতি, চিকিৎসক দল, এবং ‘ইয়াং জেনারেশন’-এর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
টিএ/ছাতক