৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ

দোয়ারাবাজারে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু-কিশোরদের জনপ্রিয় সাহিত্য ম্যাগাজিন ‘কিশোরকণ্ঠ’ পাঠক ফোরাম আয়োজিত ঐতিহ্যবাহী মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক স্কুল ও মাদরাসা থেকে প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষাকেন্দ্র ঘিরে ছিল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উৎসবমুখর উপস্থিতি। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ছিল মুখরিত শিক্ষার্থীদের পদচারণায় ও অভিভাবকদের আগ্রহী উপস্থিতিতে। 


পরীক্ষার্থীদের স্বাগত জানান দোয়ারাবাজার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জেলা পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পৃষ্ঠপোষক আজিজুর রহমান, মাহবুবুর রহমান, শাহিন আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, সালমান আহমদ, আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ, হাফিজ বিল্লাল হোসাইন, মারুফ খন্দকার ও আব্দুল কুদ্দুস প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, ফোরামের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার, উপজেলা শাখার উপদেষ্টা ডা. হারুন অর রশীদ, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাস, ইউপি সদস্য মোশাররফ হোসেন, মাও. সাইফুর রহমান, জামাল উদ্দিন পারভেজ, থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূইয়া, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি ও ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কিশোরকণ্ঠ পাঠক ফোরামের বিভিন্ন শাখার প্রতিনিধিরা।


চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অভিভাবক ও অতিথিরা বলেন, কিশোরকণ্ঠের এই আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা, আত্মবিশ্বাস ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চাই, এমন উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকুক।

অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এমন সৃজনশীল আয়োজন প্রতি বছর হলে আমাদের শেখার আগ্রহ আরও বাড়বে।

কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সদস্যরা জানান, দোয়ারাবাজারসহ দেশের বিভিন্ন উপজেলায় মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোই তাদের লক্ষ্য।

পরীক্ষা শেষে সবাই একমত হন, এই উদ্যোগ শুধু প্রতিযোগিতা নয়, এটি আগামী প্রজন্মের মেধা বিকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

টিএ/ছাতক