জগন্নাথপুরে ভাগ্নের ঝাটার আঘাতে মামা নিহত

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরুধ্বের জের ধরে পাষন্ড ভাগ্নের ঝাটার আঘাতে ছালিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গুরুতর আহত ছালিক মিয়াকে শুক্রবার (২৯ আগষ্ট) ) বিকেলে  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিন বেলা ২টার দিকে জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে দিলদার খান ও তার ভাইয়েরা পালিয়ে গেছে।

পুলিশ জানায়, ছালিক মিয়ার  সঙ্গে  সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বরুমুহা গ্রামের মৃত খলিল মিয়ার পুত্র দিলদার খান, এরশাদ খান, আমির খানের সাথে  পারিবারিক বিভিন্ন বিষয়ে  বিরোধ চলে আসছে। ঘটনার দিন বোরো জমিতে ধান চাষ  নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।  এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দিলদার খান ও তার ভাইয়েরা হামলা চালায় ছালিক মিয়ার ওপর।

ঘটনাস্থলে ঝাটার আঘাতে তার মৃত্যু হয়।  পরে ছালিক মিয়ার  স্বজনরা তাকে উদ্ধারে করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. নুর মিয়া জানায়, আপন চাচাতো বোনের ছেলে দিলদার খান, এরশাদ খান ও আমির খানের সাথে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন আমির খানকে তার ভাই ছালিক মিয়া  তাদের বাড়িতে যেতে নিষেধ করলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে তারা হামলা চালায়।

ঘটনাস্থলে দিলদার খান তার ভাইকে গলার নীচ বরাবর ঝাটা দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।  জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুঞা  বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ/সিলেট