কানাইঘাটে ৮’শ ফিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফাহিম গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশ এক অভিযান চারিয়ে ৮’শ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফাহিম আহমদকে গ্রেফতার করেছে।

থানা পুলিশের এক প্রেস রিলিজে জানানো হয় শনিবার (২৪জানুয়ারী) গভীর রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মেচা গ্রামের প্রবাসী ধীরু দাসের বাড়ির পাশের সবজি বাগান থেকে একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও চোরাকারবারী ফাহিম আহমদকে ৮’শ পিস ইয়াবা সহ হাতে নাতে আটক করে থানা পুলিশ।

এ অভিযানে নেতৃত্ব দেন এসআই দুর্গা কুমার দাস সহ একদল পুলিশ। এ ঘটনায় এসআই দুর্গা কুমার দাস বাদী হয়ে গ্রেফতারকৃত ফাহিমকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। ধুত আসামীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানিয়েছেন ফাহিম আহমদ একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও চোরাকারবারী।

সে ভাটিবারাপৈত গ্রামের রঞ্জন রায়ের সমুস্ত মাদক দ্রব্য সহ ইয়াবা ও চোরাচালানের মালামাল দেখবাল করে থাকে এবং ইয়াবা দেশের বিভিন্ন স্থানে পাইকারী বিক্রি করে থাকে। তার গ্রেফতারে এলাকার লোকজন স্বস্তির নিঃস্বাস ফেলেছেন এবং ইয়াবার চালানের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছেন।

এসএ/সিলেট