সিলেটে র্যাবের অভিযানে দুটি...
সিলেট জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ১৭৫টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র্যাব। তবে এসব অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে...
ছবি সংগৃহীত
সিলেট জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ১৭৫টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র্যাব। তবে এসব অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিলেট জেলার বিয়ানীবাজার থানার মুড়িয়া এলাকায় একটি গাছবাগানে অভিযান চালানো হয়। অভিযানকালে ঝোপের ভেতর থেকে একটি এয়ারগান এবং একটি কৌটায় রাখা ১৭৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় এ বিষয়ে কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, আরেকটি অভিযানে র্যাব-৯ সদর কোম্পানি ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর-এর একটি যৌথ দল বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সিলেট জেলার জৈন্তাপুর থানার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি এয়ারগান উদ্ধার করা হয়। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি উদ্ধারের ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দুটি এয়ারগান ও ১৭৫টি গুলি জিডিমূলে সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।
এসএ/সিলেট