কুয়েত প্রবাসী বাংলাদেশিদের নির্বাচনে ভোটদান নিয়ে দূতাবাসের মতবিনিময় সভা

post-title

ছবি সংগৃহীত

প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশীদের ভোটদান নিশ্চিত করারা লক্ষ্যে দূতাবাস প্রাঙ্গনে কুয়েত প্রবাসী বিভিন্ন পেশাজীবি, ব্যাবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের  মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দূতাবাস প্রাঙ্গনে কুয়েত প্রবাসী বিভিন্ন পেশাজীবি,  সংগঠনের প্রতিনিধিবৃন্দের সাথে এক মত বিনিময় সভার আয়েজন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত।
মত বিনিময় সভায় কুয়েত প্রবাসী বাংলাদেশীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Postal Vote BD এ্যাপের মাধ্যমে কুয়েত থেকে ভোটদানের নিমিত্তে জনসচেতনতা বৃদ্ধি, পোস্টাল ব্যালট সংগ্রহ এবং ভোটপ্রদান সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা উপস্থাপন করা হয় এবং এ সংক্রান্ত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এবং দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।রাষ্ট্রদূত মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দের কাছে নিবন্ধনকৃত ভোটারগণ কর্তৃক কুয়েতের পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালট পেতে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা কিংবা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তা জানতে চান এবং উক্ত প্রতিবন্ধকতা নিরসনে দূতাবাস কর্তৃক সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করেন

এসএ/সিলেট