যুক্তরাজ্য প্রবাসী কে এম আবু তাহের চৌধুরী’র রঙের দুনিয়া কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

post-title

ছবি সংগৃহিত

বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক অধ্যক্ষ মাসুদ খান বলেছেন 'রঙের দুনিয়া' র প্রতিটি কবিতায় পাঠকরা দুনিয়া ও আখেরাতের কামিয়াবি লাভের প্রেরণা পাবে। সহজ-সরল ভাষায় রচিত এ কাব্যগ্রন্থের কবিতাগুলোতে সমাজ বাস্তবতার সার্থক প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট, সুলেখক ও নিবেদিতপ্রাণ কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী' র ‘রঙের দুনিয়া' কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক, সুলেখক-গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে শনিবার সন্ধ্য নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারে এ প্রকাশনা অনুষ্ঠানে ম‚খ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতিমান কবি কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বহু গ্রন্থপ্রণেতা আফতাব চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক লে. কর্নেল অব. সৈয়দ আলী আহমদ, শিক্ষাবিদ, সুসাহিত্যিক ও সাহিত্য সমালোচক প্রিন্সিপাল মোহাম্মদ শামছ্ উদ্দিন আহমদ (আরণ্যক শাস) এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, গাল্পিক ও সাহিত্য সংগঠক সেলিম আউয়াল।

প্রকাশনা অনুষ্ঠানে 'রঙের দুনিয়া' কাব্যগ্রন্থের উপর ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক জালালাবাদ-এর সহাকারি সম্পাদক কবি নিজাম উদ্দিন সালেহ। স্বাগত বক্তব্য রাখেন পান্ডুলিপি প্রকাশন-এর কর্ণধার ও প্রকাশনা উৎসব কমিটির সদস্য-সচিব বায়েজীদ মাহমুদ ফয়সল।
কাব্যগ্রন্থের উপর আলোচনায় অংশ নেন সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, কবি মোয়াজ আফসার, নলেজ হারবার স্কুল এন্ড কলেজ-এর প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, কবি বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদার ও সিনিয়র আ.ফ.ম সাঈদ প্রমুখ।

সাংবাদিক ও কবি হেলাল নির্ঝর-এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন গেøাবাল জালালাবাদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কাপ্তান হোসেইন, ভাসানী ফাউন্ডেশন সিলেট-এর সহ-সভাপতি মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, সাংবাদিক রুহুল ফারুক, মাওলানা আব্দুল কুদ্দুস, খাজা মঈনুদ্দিন জালালাবাদী, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নেছারুল হক চৌধুরী বোস্তান, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী এবং সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট প্রমুখ।

‘রঙের দুনিয়া’ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন কবি রাহনামা শাব্বীর চৌধুরী মনি, কবি ইশরাক জাহান জেলী, কবি রওশন আরা বাঁশী, কবি পপী রশীদ, কবি সেনোয়ারা আক্তার চিনু, কবি নজরুল ইসলাম সবুর, কবি কাওছার আরা বীথি এবং কবি শিপারা বেগম শিপা প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী।




এসএ/সিলেট