বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে ৭ জুয়াড়ি আটক

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে সাত জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ২৭০ টাকা, একটি স্মার্ট ফোনসহ সাতটি মোবাইল, একটি মোটর সাইকেল ও দশ প্যাকেট জুয়া খেলায় ব্যবহৃত তাশ উদ্ধার করা হয়। আটকের পর তাদের বানিয়াচং থানায় হন্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৯ আগষ্ট) ভোর রাতে মেজর কাজী ফয়সাল আহমেদ এর নেতৃত্বে বানিয়াচং উপজেলার ৪ নং যাত্রাপাশা ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মো.মান্নান মিয়ার বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷

আটককৃতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মো. বদুর উদ্দিনের পুত্র আফুজ মিয়া, একই গ্রামের আব্দুল শফিকের পুত্র মুতাব্বির, আলম উল্লাহর পুত্র আলী হায়দার, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের আব্দুল আলির পুত্র নবী উল, একই গ্রামের মৃত সঞ্জব আলীর পুত্র সুমন মিয়া, আজগর আলীর পুত্র মোহন মিয়া, মৃত আলতাব মিয়ার পুত্র মিয়া খানি।

অভিযান সুত্রে জানা গেছে, আটককৃতরা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে সাধারন মানুষকে এই খেলায় আসক্তিকরণসহ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলো।

এরই প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করেন৷ বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদোে বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট