ভারতের ত্রিপুরায় 'চোর সন্দেহে'...
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি-৫৫...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় অভিযানের বিষয়টি টের পেয়ে আরও একজন পালিয়ে যায়৷ আটকের পর তাদের আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে বানিয়াচং ক্যাম্পের ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে উপজেলার শিবপাশা ও বানিয়াচংয়ের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের পাঠানটুলা গ্রামে একসাথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের শিবপাশা গ্রামের মো. আ. নুর মিয়ার ছেলে আরজু মিয়া ও বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের পাঠানটুলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জুয়েল মিয়া।
আটকের পর তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা, ৫টি কলকি, ২টি ফুয়েল পেপার, ৩টি চাকু ও ৫টি কেচি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজার ব্যবসা পরিচালনা করছিল। তাদের এই কার্যকলাপ স্থানীয় যুবসমাজকে মাদকের দিকে ধাবিত করার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এসএ/সিলেট