ভারতের ত্রিপুরায় 'চোর সন্দেহে'...
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় গরু চোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।বিজিবি-৫৫...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও তার এক সহযোগীকে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। অপর আটক মোনায়েম খান জামিলের সহযোগী। সে ছাত্রদলের কর্মী। আটকের পর সেনাবাহিনী তাদেরকে শুক্রবার সকাল ৭টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে।
পুলিশ জানায়- উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরূপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরীসহ তার সহযোগীরা।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযানের টের পেয়ে সঙ্গে থাকা পানেল মিয়া, মো. রোকন, নির্জন মিয়া পালিয়ে যায়।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি সহিদ উল্লা গণমাধ্যমকে জানান- চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন- অরূপ চৌধুরীর বাড়ির বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। তিনি কেন কালিকাপুরে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট