হবিগঞ্জে টমটম চালক হত্যার প্রতিবাদে মানববন্ধন

post-title

ছবি সংগৃহিত

হবিগঞ্জের বাহুবলে টমটম ইজিবাইক চালক কাশেম আলীকে হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয় মিরপুর এলাকাবাসী, বাহুবল উপজেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ। আব্দুল আহাদ কাজলের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন পাঁচ গ্রাম নেতা ফয়সল আহমেদ। 

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মিরপুর দাখিল মাদ্রাাসার সুপার হাফেজ আলাউদ্দিন, মিরপুর আলিফ সোবহান কলেজের ভাইস প্রিন্সিপাল রতন দেব, প্রভাষক আইয়ুব আলী, নূর মোহাম্মদিয়া মাদ্রাসার সুপার বদরু রেজা সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ইজিবাইক চালক কাশেম আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। পরে বিক্ষুদ্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এতে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য- গত ৮ জুলাই সকালে টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে টমটম চালক কাশেম। সারারাত খোঁজাখুঁজির পর পরদিন সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশে হাত-পা বাধা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

এসএ/সিলেট